Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইছাপুর ইউনিয়ন

 

এক নজরে

০৪ নং ইছাপুর ইউনিয়ন পরিষদ 

পোঃ- রায়শ্রীরামপুর, উপজেলাঃ রামগঞ্জ, জেলাঃ লক্ষ্মীপুর।

০১

ইউনিয়নের নাম-

০৪ নং ইছাপুর ইউনিয়ন পরিষদ। পোঃ- রায়শ্রীরামপুর (৩৭২০)

০২

অবস্থান ও আয়তন-

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ থানার অমর্ত্মগত চন্দ্রগঞ্জ বাজারে অবস্থিত।  দৈঘ্য ৫ বর্গমিটার প্রস্থ্য ৩.৪০ বর্গমিটার ১৭.৫ বর্গমিটার। দূরত্ব- জেলা সদর থেকে ১৯ কিঃ মিঃ

০৩

সীমানা-

 

উত্তরে ৯  নং খীলপাড়া ইউ পি, চাটখিল ,নোয়াখালী ও ৯নং উত্তর জয়পুর ইউপি, লক্ষ্মীপুর, সদর,  দক্ষিনে ১২ নং চরশাহী ইউপি, সদর- লক্ষ্মীপুর,  পূর্বে ১ নং আমান উল্যাপুর ও ০৪ নং আলাইয়াপুর  ইউ.পি বেগমগঞ্জ, নোয়াখালী।  পশ্চিমে- ১১ নং হাজীরপাড়া ইউনিয়ন পরিষদ, লক্ষ্মীপুর সদর।  

০৪

জন্ম নিবন্ধন অনুযায়ী  জন সংখ্যা-

৫৪,২৬১ জন (১৭/১০/২০১৭ অন লাইন তথ্য অনুযায়ী) (পুরুষ সংখ্যা- ২৮৯৯২ জন, নারী সংখ্যা -২৫২৬৯ জন)

০৫

ভোটার সংখ্যা-

(২২৯৯৫ জন) পুরুষ ভোটার ১১৬০৭ জন, মহিলা ভোটার সংখ্যা- ১১৩৮৮ জন। (২০১৬ সালের তথ্য অনুযায়ী)।

০৬

মোট পরিবার/খানার -

 হোল্ডিং নং অনুযায়ী -৮১১৭, লোক সংখ্যার ঘনত্ব-২৯৭৫ জন

০৭

জনবল-

চেয়ারম্যান ০১ জন,ইউ,পি পুরম্নষ সদস্য ০৯, ইউ,পি মহিলা সদস্যা ০৩ জন, সচিব ০১ জন, উদ্যোক্তা ০২ জন, দফদার ০১ জন, গ্রাম পুলিশ ১০ জন।

০৮

গ্রাম-১৩ টি

 ০১। পাঁচপাড়া, ০২। আমানী লক্ষ্মীপুর, ০৩। ভৈরব নগর, ০৪। পশ্চিম লতিফপুর, ০৫। দেওপাড়া, ০৬। শেখপুর, ০৭। বসুদুহিতা,  ০৮। রামকৃষ্ণপুর,  ০৯। ধন্যপুর, ১০। গনিপুর,  ১১। পূর্ব রাজাপুর, ১২। রাম চন্দ্রপুর,  ১৩। ছোট রশিদপুর।

০৯

ওয়ার্ড-০৯ টি

(ক) ০১ নং ওয়ার্ড- পাঁচপাড়া,  (খ) ২ নং ওয়ার্ড- পাঁচপাড়া, (গ) ৩ নং ওয়ার্ড- (আমানী লক্ষ্মীপুর ও ভৈরবনগর), (ঘ) ৪ নং ওয়ার্ড-পশ্চিম লতিফপুর,  (ঙ) ৫ নং ওয়ার্ড- দেওপাড়া,  (চ) ৬ নং ওয়ার্ড- শেখপুর, (ছ) ৭ নং ওয়ার্ড- (বসুদুহিতা ও রামকৃষ্ণপুর), (জ) ৮ নং ওয়ার্ড- ধন্যপুর, (ঝ) ৯ নং ওয়ার্ড- (গনিপুর ,পূর্ব রাজাপুর, রাম চন্দ্রপুর, ছোট রশিদ পুর)।

১০

মৌজা-১৩ টি/ জমির পরিমাণ-

মোট- ৪২৬৫ একর (পকুর জলাশয় সহ) আবাদী জমির পরিমান ৩২৭৮ একর, এক ফসলী জমি- ৯০ একর, দুই ফসলী জমি-২৮০০ একর ,তিন ফসলী জমি- ৫৫০ একর। বাৎসরিক খাদ্য চাহিদা ১৫০ মেঃ টন। আউস ২১০ হেঃ, আমন- ৫৫৫ হেঃ,  বোর ৮৬০ হেঃ

১১

শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার হার-

কলেজঃ ০২ টি- (ক) কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ (খ) ক্যামব্রিজ সিটি কলেজ। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-০৪ টি (ক) প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় (খ) পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়, (গ) আমানী লক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয় (গ) আলহাজ্ব ইব্রাহীম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার হার ৮৫%, স্বাক্ষরতার হার-৯০%,

১২

প্রাথমিক বিদ্যালয় -১৩টি

(ক) পাঁচপাড়া সঃ প্রাঃ বিঃ (বালক) (খ) পাঁচপাড়া সঃ প্রাঃ বিঃ (বালিকা) (গ) উত্তর পূর্ব পাঁচপাড়া সঃ প্রাঃ বিঃ (ঘ) আমানী লক্ষ্মীপুর সঃ প্রাঃ বিঃ (ঙ) পশ্চিম লতিফপুর সঃ প্রাঃ বিঃ (চ) প্রতাপগঞ্জ সরকারি প্রাঃ বিঃ (ছ) দেওপাড়া সঃ প্রাঃ বিঃ (জ) রামকৃষ্ণপুর সঃ প্রাঃ বিঃ (ঝ) বসুদুহিতা সঃ প্রাঃ বিঃ (ঞ) হযরত দেওয়ান শাহ্ সঃ প্রাঃ বিঃ (ট) পূর্ব রাজাপুর সঃ প্রাঃ বিঃ (ঠ) গনিপুর সঃ প্রাঃ বিঃ (ন) ধন্যপুর সঃ প্রাঃ বিঃ।

১৩

 মাদ্রাসা/এতিমখানা মোট-৪০টি

দাখিল মাদ্রাসা-২টি, (ক) শাহ্ সুফি রৌশন আলী দাঃ মাদ্রাসা (খ) হযরত দেওয়ান শাহ্ (রঃ) মহিলা দাখিল মাদ্রাসা। কাওমী মাদ্রাসা ১টি (গ) জামিয়া তালিমূল ইসলাম পাঁচপাড়া মাদ্রাসা। নুরানী, ফোরকানিয়া , এফতেদায়ী, হাফিজিয়া, কাওমী ও এতিম খানা ৪০টি

১৪

কিন্ডার গার্টেন- ১২টি

উলেস্নখ্য (ক) চন্দ্রগঞ্জ কিন্ডার গার্টেন (খ) দিশারী আইডিয়াল কিন্ডার গার্টেন (গ) চন্দ্রগঞ্জ মডেল স্কুল (ঘ) গ্রীন হেভেন কিন্ডার গার্টেন (ঙ) রোকেয়া আলম প্রি-ক্যাডেট স্কুল।

১৫

স্বাস্থ্য সেবা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১টি (পশ্চিম লতিফপুর) ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ১টি (আমানী লক্ষ্মীপুর। কমিউনিটি ক্লিনিক ৪টি (ক) পাঁচপাড়া কমিউনিটি ক্লিনিক (খ) বসুদুহিতা কমিউনিটি ক্লিনিক (গ) রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিক (ঙ) গনিপুর কমিউনিটি ক্লিনিক (চ) টিকা দান কেন্দ্র ২৪টি (ছ) প্রাইভেট হসপিটাল ২টি, ডায়গনিষ্টিক সেন্টার ৩টি। পশু চিকিৎসালয় ১টি।

 

১৬

সরকারী অফিস

চন্দ্রগঞ্জ থানা, পোষ্ট অফিস (পোষ্ট কোড-৩৭০৮), চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র (রামকৃষ্ণপুর),হাইওয়য়ে পুলিশ (রামকৃষ্ণপুর),রেজিষ্ট্রি অফিস,ভূমি অফিস, কাজী অফিস, কৃষি অফিস, গণমিলনায়তন ১টি।

১৭

বাজার- ০৩ টি

 ০১। চন্দ্রগঞ্জ বাজার , ০২। কামার হাট বাজার, ০৩। খালেদ গঞ্জ বাজার

১৮

ব্যাংক-১২ টি

 ০১। সোনালী ব্যাংক, ০২। অগ্রনী ব্যাংক, ০৩। উত্তরা ব্যাংক , ০৪। ওয়ান ব্যাংক, ০৫। সিটি ব্যাংক, ০৬। ইসলামী ব্যাংক, ০৭। এশিয়া ব্যাংক, ০৮। এন আর বি সি ব্যাংক, ০৯। আই এফ আই সি ব্যাংক, ১০। ব্র্যাক ব্যাংক, ১১। ডার্চ বাংলা ব্যাংক, ১২। মার্কেন্টাইল ব্যাংক।

১৯

বীমা প্রতিষ্ঠান- ৩টি

(ক)  ফারিষ্ট লাইফ ইন্স্যুরেন্স (খ) প্রগতি লাইফ ইন্সুরেন্স (গ) পপুলার লাইফ ইন্সুরেন্স

২০

পলস্নী সঞ্চয় ব্যাংক- ১টি

এটি একটি সরকারী সমিতি যার অধীনে প্রত্যেক ওয়ার্ডে ১২০ জন করে সদস্য রয়েছে (একটি বাড়ি একটি খামার প্রকল্প-ঋন সহায়তা প্রতিষ্ঠান)

২১

এন জি ও-০৭ টি

(ক) ব্যুরো (খ) এসএসএস (গ) ব্র্যাক (ঘ) কোডেক (ঙ) উদ্দীপন (চ) গ্রামীন ব্যাংক (জ) টিএমএস

২২

ধর্মীয় প্রতিষ্ঠান

মসজিদ ৮৪ টি।  মন্দির ৫ টি

২৩

সরকারী অনুমোদিত বীজ/সার/খুছরা বিক্রয় কেন্দ্র

বীজ বিক্রয় কেন্দ্র -০৩ টি, সার বিতরন কেন্দ্র -০৩ টি, খুচরা বিক্রয় কেন্দ্র-০৩ টি, স্বল্প মূল্যে চাউল বিক্রয় কেন্দ্র-০১ টি

২৪

ঈানি ব্যবস্থাপনা প্রকল্প ও নলকূপ

ঈানি ব্যবসস্থাপনা প্রকল্প-৩টি (১) রাজাপুর, গণিপুর (২) রামকৃষ্ণপুর, শিবপুর (৩) পশ্চিম লতিফপুর, পাঁচপাড়া পানি ব্যবস্থাপনা প্রকল্প। শক্তি চালিত পাম্প-১১৩, নলকুপ-গভীর ৫৩টি অগভীর-৫৫০টি, সেচ চালিত জমির পরিমান-৮৬০ হেক্টর।

২৫

রাসত্মার/ব্রীজ/খাল পুকুর সংখ্যা

পাকা রাসত্মা-৩৫ কিঃমিঃ, কাঁচা রাসত্মা-৪০ কিঃ মিঃ ,সলিং -০৫ কিঃ মিঃ।

৪১ টি ব্রীজ, কালভার্ট-১৮৭ টি, খালে সংখ্যা ০৮ টি , ১৮ কিঃ মিঃ। পুকুর ৮৫৩

২৬

শিল্প কারখানা

এম এ হাসেম অটো রাইচ মিল-১টি, ব্রিক ফিল্ড ০২টি (ক) মা মানি ব্রিক ফিল্ড। দুগ্ধ খামার ১৩টি পল্ট্রি খামার ২১টি

২৭

সিনেমা হল ১টি/

কমিউনিটি সেন্টার ১টি

(ক) সমতা সিনেমা হল (খ) রাজমুকুট কমিউনিটি সেন্টার

২৮

ঐতিহাসিক স্থান (মাজার) ২টি

(ক) হযরত দেওয়ান শাহ (রঃ) মাজার (খ) হযরত আব্দুলহক ছোট মিয়া মাজার

২৯

আশ্রায়ন প্রকল্প-১টি

রামচন্দ্রপুর আশ্রায়ন প্রকল্প (৪০টি পরিবার) হযরত দেওয়ান শাহ্ মাজার সংলগ্ন।

৩০

মুক্তিযোদ্ধা গণকবর -১টি

পশ্চিম লতিফপুর নুর মিয়া মুন্সী বাড়ী মুক্তিযোদ্ধা গন কবর