Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়

পূর্ববর্তী মামলার রায়

অদ্য বাদী ও বিবাদী পক্ষ গ্রাম আদালতে হাজির আছে। বাদী ও বিবাদী পক্ষ পঞ্চায়েত নিয়মে প্রতিনিধি মনোনয়ন করেন। বাদীর প্রতিনিধি ১। আবদুল মান্নান, ইউপি সদস্য ২। আবদুস সাত্তার, কমরদিয়া, রামগঞ্জ পৌরসভা ২ নং ওয়ার্ড। বিবাদী প্রতিনিধি ১। আহছান উল্যা, ইউপি সদস্য ২। আবদুস সাত্তার, কমরদিয়া, রামগঞ্জ পৌরসভা, ২নং ওয়ার্ড। মামলার শুনানীর জন্য চার্জ গঠন করা হইল। বাদী ও বিবাদী পক্ষের বক্তব্য শুনে পঞ্চায়েত এর ০৫ (পাঁচ) সদস্য বিবাদী পক্ষকে ২,০০০/= (দুই হাজার টাকা) ক্ষতি পূরন প্রদান করার জন্য রায় প্রদান করেন। বিবাদী পক্ষ বাদী পক্ষকে উক্ত টাকা নগদ প্রদান করবে। এতে বাদী-বিবাদী পক্ষ আপোষ মীমাংসা হয়ে মামলার আদেশ লিপিতে স্বাক্ষর প্রদান করে। এ মর্মে কারো কোন ওজর আপত্তি নাই। থাকিলে ও তাহা সর্বাদালতে অগ্রাহ্য হবে। মামলাটি নিষ্পত্তি করা হইল।