খালগুলি হ'ল মানবসৃষ্ট জলপথ। খাল দুটি সাধারণত আছে,
১. মানুষের ব্যবহারের জন্য খাল যেমন পানি সংরক্ষণের জন্য মিঠা পানি বা পানি আনয়ন বা পানি বহন করা।
২. বড় বড় কার্গো জাহাজ যেমন যোগাযোগ বা পরিবহণের জন্য খাল। যা সাধারণত একাধিক হ্রদ, নদী বা সমুদ্রকে সংযুক্ত করে। যেমন সুয়েজ খাল, পানামা খাল।
শৌপুরের হাট খোলার পর থেকে লাউটলি পর্যন্ত কাউনিয়া ঘাঁটি থেকে বেপারী বারী পুল পর্যন্ত এন ফাইভ খাল। এই খালটি অনেক আগে নির্মিত হয়েছিল। তবে ২০০৬ সালে এই খালের একটি নতুন সংস্করণ তৈরি হয়েছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস